জলের দামে স্মার্টওয়াচ লঞ্চ করল অ্যাপল ওয়াচের যমজ ভাই Zebronics

সবাক বাংলা ডেস্ক: বর্তমান সময় সাধারণ ঘড়ির থেকে থেকে স্মার্ট ওয়াচের রমরমা অনেক। বিশেষ করে Apple Watch Ultra -এর মত স্মার্টওয়াচ এর চাহিদা বেশি। তবে এবার দেশীয় সংস্থা Zebronics সেই দলে এসে ভিড়ল। এই কোম্পানি বাজারে নিয়ে এলো নতুন একটি স্মার্টওয়াচ যার নাম Zebronics Zeb Iconic Ultra। 

zebronics-zeb-iconic-ultra-smartwatch-launched-in-india-full-specification

Apple Watch সদৃশ এই ওয়াচটিতেও রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার, যা বাজার চলতি কম দামের মধ্যে অন্যান্য ঘড়ি গুলোতে নেই। এর মধ্যে অন্যতম হলো ব্লাড প্রেসার মিটার। এছাড়াও বর্তমানে ব্যাপক জনপ্রিয় ব্লুটুথ কলিংও (Bluetooth Calling) ফিচারসও এই স্মার্টওয়াচটিতে রয়েছে।


Zebronics Zeb Iconic Ultra Smartwatch-এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন:

ভারতীয় মূল্যে Zebronics Iconic Ultra Smartwatch টির দাম রাখা হয়েছে ৩,৯৯৯ টাকা। জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজন (Amazon) থেকে কিনতে পাওয়া যাবে স্মার্টওয়াচটি। এই দুর্দান্ত স্মার্ট ওয়াচটি অরেঞ্জ ও ব্ল্যাক দুই ধরনের রঙে পাওয়া যাবে।

zebronics-zeb-iconic-ultra-smartwatch-launched-in-india-full-specification

Zebronics Zeb Iconic Ultra Watch টিতে রয়েছে ১.৭৮ ইঞ্চি ডিসপ্লে। তার ওপরে রয়েছে ২.৫ ডি কার্ভড গ্লাসের আচ্ছাদন এবং ঘড়িটি অলওয়েজ অন ডিসপ্লে (Always on Display) মোড সাপোর্ট করবে তার সাথে এতে থাকছে কাস্টমাইজেবল ওয়াচফেস। অন্য দিকে অ্যাপল ওয়াচ আল্ট্রার (Apple Watch Ultra) মত এই ঘড়িটিরও ডান দিকে একটু ক্রাউন বাটন থাকছে। অপরদিকে, ঘড়িটিতে থাকছে ব্লাড প্রেসার মিটার, হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্রাকার এবং মানস্ট্রুয়াল মনিটর (Menstrual Monitor), মেডিটেটিভ ব্রিদিং সেশনের মতন অত্যাধুনিক ফিচারসও। এছাড়াও Zebronics Zeb Iconic Ultra Smartwatch টিতে রয়েছে ১০০টি স্পোর্টস মোড।

zebronics-zeb-iconic-ultra-smartwatch-launched-in-india-full-specification

এই ওয়াচটির আরও একটি বিশেষ ফিচার হল ব্লুটুথ কলিং। এর কারণে ঘড়িটিতে মাইক্রফোন এবং স্পিকারও আছে। এছাড়াও এই স্মার্টওয়াচ-এ ভয়েস অ্যাসিস্ট্যান্টও সাপোর্ট করবে। অন্যান্য স্মার্টওয়াচের মত এই ওয়াচ -এরও কিছু সাধারণ ফিচারগুলি হল ক্যালকুলেটর, ওয়েদার আপডেট, ক্যামেরা ইত্যাদি। সংস্থা সূত্রে জানা গেছে, একদিনের চার্জে এটি ৫ দিন অপারেট করা যাবে। এর জন্য ঘড়িটিতে ২৬০ এমএইচ (2600 MH) ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও জল থেকে সুরক্ষার জন্য lP67 রেটিং সহ লঞ্চ হচ্ছে স্মার্টওয়াচটি।

Post a Comment

আগের খবর পরের খবর