সবাক বাংলা ডেস্ক: একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে অন্যতম মাইক্রো ব্লগিং প্লাটফর্ম হল টুইটার। এবার টুইটার ভারতে ব্লু টিক সাবস্ক্রিপশন পরিষেবা শুরু করল। এই পরিষেবাটির নাম দেওয়া হয়েছে টুইটার ব্লু (Twitter Blue), যেটি প্রতি মাসে ৬৫০ টাকা থেকে শুরু হয়েছে। মোবাইল ব্যবহারকারীদের জন্য সেই টাকার পরিমাণ বেড়ে হয়েছে ৯০০ টাকা এবং ওয়েব ব্যবহারকারীদের দিতে হবে ৬৫০ টাকা, তবেই তাদের একাউন্ট ভেরিফাইড হবে।
গত বছর এলন মাস্ক ৮৮ বিলিয়ন ডলারের বিনিময় টুইটারে ক্রয় করেছিলেন। এরপর তিনি নিজেই এই প্ল্যাটফর্মে বিভিন্ন বিশেষত্ব এনেছেন। গত বছরের শেষের দিকে তিনি ব্লু টিক পরিষেবাও চালু করেছেন। যেটি শুরু করতে ব্যবহারকারী কে কিছু অতিরিক্ত পরিষেবার জন্য চার্জ দিতে হবে। সম্প্রতি টুইটার ব্রিটেন, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপান সহ আরও কয়েকটি দেশে ব্লু টিক পরিষেবা চালু করেছে। এই দেশ গুলিতে ব্লু সাবস্ক্রিপশন চার্জ প্রতি মাসে ৮ ডলার এবং বার্ষিক সাবস্ক্রিপশন পেতে দিতে হবে ৮৪ ডলার। এছাড়াও জানা গেছে, টুইটার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের থেকে ৩ ডলার করে নিয়ে গুগলকে কমিশন দেবে। সম্প্রতি টুইটারের এই ব্লু টিক পরিষেবাটি এখন ভারতেও চালু হয়েছে। জানা গেছে এর সাবস্ক্রিপশন এর জন্য মাসে ৬৫০ টাকা দিতে হবে ব্যবহারকারীকে, বার্ষিক চার্জ ৬৮০০ টাকা।
এবার জেনে নিন কি কি পরিষেবা পাওয়া যাবে টুইটার ব্লু তে
টুইটার ব্লু সাবস্ক্রিপশনে প্রথমত ব্যবহারকারীদের অ্যাকাউন্টটি ভারিফাইড (Verified) হয়ে যাবে এবং যেখানে প্রোফাইলে একটি ব্লু টিক দেওয়া যুক্ত করা হবে। এর মাধ্যমে ব্যাবহারকারীরা টুইট এডিট, 1080p কোয়ালিটি তে ভিডিও আপলোড এবং রিডার মোডে অ্যাক্সেস করার বিকল্প সুবিধা পাবেন। এছাড়াও টুইটার ব্লু (Twitter Blue) ব্যবহারকারীরা কম বিজ্ঞাপন দেখতে পাবেন এবং নন-সাবস্ক্রাইবাররা পরবর্তীকালে তুলনামূলক বেশি বিজ্ঞাপন দেখতে পাবেন। কোম্পানির তরফ থেকে আরও জানা গেছে যে, ভারিফাইড ব্যবহারকারীরা সমস্ত টুইটে উত্তর সহ টুইট গুলিতে অগ্রাধিকার পাবেন। এছাড়াও এই সাবস্ক্রাইবাররা ৪ হাজার অক্ষর পর্যন্ত টুইট পোস্ট করতে পারবেন।
Post a Comment