দেশের সবচেয়ে সস্তা ৭ আসনের গাড়ি নিয়ে আসছে Nissan, জেনে নিন দাম কত!

সবাক বাংলা ডেস্ক: বাজেট কম! কিন্তু বড় গাড়ি কিনবেন? চিন্তা নেই, জাপানি গাড়ি নির্মাতা সংস্থা নিশান মোটরস নিয়ে আসছে তাদের নতুন এমপিভি গাড়ি Nishan Livina। ইতিমধ্যেই নিশান মোটরস ভারতীয় বাজারে নিজের ইউটিলিটি ভেহিকেল রেঞ্জ বাড়ানোর প্রস্তুতি শুরু করেছে। 

Upcoming-Nishan-7-Seater-MPV-Cars-Launch-in-india-2023


এখনও অবধি এই কোম্পানিটি ভারতীয় বাজারে বহু গাড়ি লঞ্চ করেছে, যার মধ্যে বর্তমানে দুটি গাড়ি বিক্রি করছে - নিশান ম্যাগনাইট এবং কিস্ক এসইউভি। সূত্রের খবর যে, কোম্পানি এখন ভারতীয় বাজারে নিজেদের সস্তা এমপিভি (MPV) আনতে চলেছে যেটি ফ্রান্স গাড়ি কোম্পানি রেনো ট্রিবার (Renault Triber) এর ওপর বেস করে হবে। তবে জানা গেছে পূর্বে রেনো ট্রিবার এবং নিশান ম্যাগনাইট একই প্ল্যাটফর্ম এর ওপর বেস করে তৈরি করা হয়েছিল।

Upcoming-Nishan-7-Seater-MPV-Cars-Launch-in-india-2023


নিশানের এই নতুন এমপিভি গাড়ি রেনো ট্রিবারের ওপর বেসড করে তৈরি হচ্ছে। বর্তমান গাড়ির বাজারে পাওয়া সব থেকে সস্তা সাত আসনের এমপিভি হবে এটি। তাই আশা করা যায় এই সাত আসনের গাড়িটির দাম রেনো ট্রিবারের আশেপাশেই থাকবে। রেনো ট্রিবারের দাম শুরু সাড়ে ৬ লক্ষ টাকা থেকে, যার টপ ভেরিয়েন্টে ৮ লক্ষ ৯৭ হাজার টাকা পর্যন্ত এক্স শোরুম দামে পাওয়া যায়।


জেনে নেওয়া যাক কী কী ফিচার মিলতে পারে এই গাড়িতে?

মনে করা হচ্ছে কোম্পানি এই গাড়ির মধ্যে সেই ইঞ্জিন ব্যাবহার করতে পারে যা ট্রিবারে রয়েছে। সম্ভবত এটি ১০ লিটার এর ক্ষমতা সম্পন্ন ন্যাচেরাল পেট্রোল ইঞ্জিন এবং টার্বো পেট্রোল ইঞ্জিনের সাথে বাজারে লঞ্চ হবে। ন্যাচেরাল ইঞ্জিন ৭২ পিএস এর পাওয়ার যেটি ৯৬ এমএম জেনারেট করে। যা ফাইভ স্পীড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার বক্স এর সাথে পাওয়া যাবে।

Upcoming-Nishan-7-Seater-MPV-Cars-Launch-in-india-2023


এছাড়াও ওয়ারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে কানেক্টিভিটির সঙ্গে, ৮ ইঞ্চি টাচ স্ক্রীন, কি লেস এন্ট্রি রিমুভেবল, থার্ড রো পুশ বাটন স্টার্ট, মাউন্টেড এসি, ভেন্ট মিডিল, এলইডি লাইটিং এর সঙ্গে  সেফটি কিট ও ইলেকট্রনিক্স হিলস্টার্ট অ্যাসিস্ট, এছাড়াও থাকছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, চার এয়ার ব্যাগ ইভিডির সঙ্গে এবিএস, রিয়ার পার্কিং সেন্টার এবং একটা রিয়ার ভিউ ক্যামেরাও দেওয়া হতে পারে। এখন শুধু অপেক্ষা গাড়িটি বাজারে লঞ্চ হওয়ার।

Post a Comment

আগের খবর পরের খবর