সবাক বাংলা ডেস্ক: বিয়ে বাড়ি তথা যেকোনো অনুষ্ঠান বাড়ির সাজসজ্জার প্রসাধনী হিসেবে ল্যাকমে কোম্পানির নাম সর্বদাই শোনা যায়। যেকোনো ধরনের ত্বকের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট আছে ল্যাকমের কাছে। এই ব্র্যান্ডের সুখ্যাতি এত বেশি যে ইতিমধ্যেই দেশ তথা বিশ্বব্যাপি এর বাজার রমরমিয়ে চলছে।
বর্তমানে ল্যাকমে কোম্পানিটি সেরা প্রসাধনী কোম্পানি গুলির মধ্যে প্রথম দশে আছে। এই আন্তর্জাতিক ব্র্যান্ডের ৩০০ টিরও বেশি প্রোডাক্ট দেশ জুড়ে চালু রয়েছে। এছাড়াও প্রায় ৭০ টিরও বেশি দেশে ল্যাকমে রমরমিয়ে
তার কোম্পানির ব্যবসা চালাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই কোম্পানি শুরুর অবাক্ত ইতিহাস।
এই কোম্পানিটির সুচনার নেপথ্যে রয়েছেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী এবং তাঁর কাছের বন্ধু টাটা গ্রুপের মালিক অর্থাৎ জেআরডি টাটা। তখনকার প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু তার শিল্পপতি বন্ধু জেআরডি টাটাকে আবদার করে বলেন একটি প্রসাধনী সামগ্রি ব্র্যান্ড (Cosmetics Brand) প্রতিষ্ঠা করার জন্য। সেই থেকেই শুরু ল্যাকমে -র পথ চলা।
১৯৯৩ সালে ল্যাকমে কোম্পানি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করে হিন্দুস্তান ইউনিলিভার। ১৯৯৬ তে ল্যাকমের অর্ধেক শেয়ার চলে আসে তাদের হাতে। প্রায় ২ বছর পর ১৯৯৮ সালে কোম্পানিটি কিনে নেয় হিন্দুস্তান ইউনিলিভার। 'ল্যাকমে' নামকরণের পিছনেও রয়েছে এক অনন্য ইতিহাস। ল্যাকমে শব্দটি একটি ফরাসি শব্দ হলেও ভারতীয় সংস্কৃতির সঙ্গে এর মিল রেখেই নামকরণ করা হয়েছিল। ল্যাকমে শব্দটির অর্থ হল সমৃদ্ধির দেবী এবং ভারতে সমৃদ্ধি ও সৌন্দর্যের দেবী হলেন দেবী লক্ষ্মী। তাই বলাই যায় প্রসাধন সামগ্রীর জগতে ভারতে লক্ষ্মী লাভ হয় ল্যাকমের হাত ধরেই। যদিও সেইসময় ল্যাকমে নামে এক ফরাসি অপেরা অনেক জনপ্রিয় ছিল।
Post a Comment