সবাক বাংলা ডেস্ক: পিজি তে রক্ত পরীক্ষা করাতে যেতে ভয় পান মুখ্যমন্ত্রী। এমন কথাই শোনা গেলো বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে আসা মুখ্যমন্ত্রীর কাছ থেকে।কি কারনে তার এই ভীতি তাও জানালেন মুখ্যমন্ত্রী নিজেই।
জানা গেছে,পিজিতে রক্ত পরীক্ষা বিষয় শাসক দলের প্রধানের পূর্ব অভিজ্ঞতা খুব একটা ভালো না। তিনি জানিয়েছেন, তিনি অনেক বার হাসপাতালে ভর্তি হয়েছেন , অনেকবার হাতে সূচ ফোটাতে হয়েছে। তবে তিনি এটিও বলেন যে, ওই হাসপাতালের কিছু চিকিৎসক এবং নার্সদের মধ্যে অনেকেই ইঞ্জেকশান দেওয়ার কাজে পটু নন, এই কারণেই ঘটে বিপত্তি।সেদিন মমতা আরও বলেন, "এক বার একটা ইঞ্জেকশন দিতে গিয়ে আমার হাত টা পুরো ফুলিয়ে দিয়েছিল।একবার পিজিতে রক্ত পরীক্ষা করিয়েছিলাম,রক্ত নেওয়া তো চিকিৎসকদের কাজ নয়,এটা নার্সদের কাজ।এমন জোরে আমার হাত থেকে রক্ত নিয়েছিল,সারা হাত কালো হয় গিয়েছিল।সেই ভয় আমি আর এখানে রক্ত পরীক্ষা করাতে আসি না।"
অন্যদিকে এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারের পরিষেবা নিয়েও নাখোশ মুখ্যমন্ত্রী। তিনি বলেন,রোগী এলে ভর্তি করার প্রক্রিয়া তেই সময় লেগে যায়,আগে তাঁকে পরিষেবা দেওয়া প্রয়োজন। তাঁর কথায়, "আমি দেখলাম ভর্তির প্রক্রিয়াতেই বেশি সময় লেগে যাচ্ছে,ট্রমা কেয়ারে তো এমন হওয়ার কথা নয়।পিজি হাসপাতাল নিয়ে আমরা গর্ব করি।এখানে এটা নেওয়া উচিত নয়।"
হাসপাতালের পরিষেবা আরও উন্নত করার জন্য প্রয়োজনে বেশি কর্মী নিয়োগ করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি পরামর্শ দেন রাতে সিনিয়র চিকিৎসকদের হাসপাতালে সক্রিয় রাখার চেষ্টা করতে হবে।রাজ্যের অন্য হাসপাতালগুলোর ' রেফার রোগ ' নিয়েও কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, "রোগীদের অন্য হাসপাতালে রেফার করে দায় ঝেড়ে ফেললে হবে না।এমনকি কোনো দূরের হাসপাতালেও রেফার করা যাবে না,যেখানে যেতে যেতে রোগীর মৃত্যু ঘটে।"সেই দিক টি মাথায় রেখেই হাসপাতাল গুলির রেফার করার সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
Post a Comment