বিখ্যাত কার্টুন চরিত্র মিকি মাউস সৃষ্টির আসল রহস্য

সবাক বাংলা ডেস্ক: মিকি মাউস, এই নামটা শুনলেই মনে পরে যায় সেই ছোট্ট ইঁদুরটির কথা - যার হাতে সাদা গ্লাভস, কোমরে লাল প্যান্ট, হলুদ জুতো, সুন্দর গোল গোল চোখ। সেই নয়য়ের দশক থেকে চলে আসা কার্টুন আজও প্রায় সমান জনপ্রিয়। তবে জেনে নেওয়া যাক ছেলেবেলার সঙ্গী সেই ‘মিকি মাউসের’ আসল পরিচয়।

mickey-mouse-history-with-walt-disney

১৯২৮ সালে Walt Disney ও  Ub Iwerks এই দুজনের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছিল মিকি মাউস (Mickey Mouse)। এই দুজনের মধ্যে আবার ওয়াল্ট ডিসনি ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি, যিনি 'ডিজনি কোম্পানি' (Disney Company) প্রতিষ্ঠা করেছিলেন।
মিকি মাউসকে 'Oswald the Lucky Rabbit' নামে একটি কার্টুন চরিত্রের পরিবর্ত চরিত্র হিসেবে তৈরি করা হয়। 'Oswald the Lucky Rabbit' ডিজনির দ্বারা তৈরি হলেও এই চরিত্রটির ডিস্ট্রিবিউটর ছিল ইউনিভার্সাল স্টুডিও। তাই ‘Lucky Rabbit’কার্টুন চরিত্রটি ছিল ইউনিভার্সাল স্টুডিওর সম্পত্তি। তাই ডিজনি কোম্পানির কাছে মিকি মাউস চরিত্রটি তৈরি করাটা ছিল খুবই চ্যালেঞ্জের বিষয়। কিন্তু মিকি মাউস চরিত্রটি ছিল ডিসনি কোম্পানির নিজের সম্পত্তি। তাই এই চরিত্র তৈরিতে তারা কোনরকম কমতি রাখতে চাননি।

mickey-mouse-history-with-walt-disney

মিকি মাউসের প্রথম প্রকাশ হয় ১৫ই মে ১৯২৮ সালের একটি 'Plane Crazy' নামের শোতে। এখানে অল্প সময়ের জন্য দেখানো হয়েছিল মিকি মাউসকে। তবে বিশ্বের জনগণের কাছে মূল চরিত্র হিসেবে মিকি মাউসের অফিসিয়াল ভাবে পরিচয় হয় ১৯২৮ সালের  নভেম্বর মাসে Steam Boat Willie শোতে। এই শর্ট ফিল্মে মিকি মাউসের সঙ্গী চরিত্র মিনি মাউসকেও দর্শকদের সাথে পরিচয় করানো হয়েছিল। ১৯২৮ সালে মিকি মাউসের  শোতে কোন সাউন্ড ছিল না সব ফিল্ম ছিল শব্দহীন।

১৯২৯ সালে 'কার্নিভাল কিড শো'তে মিকি মাউসকে শব্দের সঙ্গে জনগণের সামনে আনা হয়েছিল। এরপর ১৯৩৩ সালে মিকি মাউসের চরিত্রকে আরো মজাদার করে তুলতে তার গলায় সাউন্ড দেওয়া হয়। জানলে অবাক হতে হয় যে মিকি মাউসের গলার আওয়াজ দিতেন ওয়াল্ট ডিসনি নিজেই। মিকি মাউসের সফলতার পিছনে এই আওয়াজের কিন্তু বড় ভূমিকা ছিল। এই শব্দের আকর্ষণীয়তার জন্য মিকি মাউজ তার প্রতিদ্বন্দ্বী কার্টুন চরিত্র 'Felix the Cat' কে খুব সহজেই পেছনে ফেলে দেয়।

mickey-mouse-history-with-walt-disney

এরপর সময়ের সাথে সাথে মিকি মাউস কার্টুনের কিছু কিছু পরিবর্তন আসে। হাতে সাদা গ্লাভস ব্যবহার করা হয় যাতে হাত ও দেহের মধ্যে পার্থক্য বোঝা যায়। তার চোখেও পরিবর্তন করা হয়। কালার ছবি আসার পরে তার প্যান্ট লাল ও জুতো হলুদ করে দেওয়া হয়। মিকি মাউসের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তাকে কমিকস, মিউজিকাল শো, ভিডিও গেমস ইত্যাদি নানা জায়গায় ব্যবহার করা হয়েছে।

এমনকি 'Walt Disney' র বড় শো গুলিতে মিকি মাউস কে হোস্ট হিসেবে পরিচয় করানো হয়। মিকি মাউসের হাত ধরে অনেক কার্টুন চরিত্রের আগমন হয়েছে যেমন:- প্লুটো, ডোনাল্ড ডাক প্রভৃতি। তবে ওয়াল্ট ডিসনির সবচেয়ে জনপ্রিয় চরিত্র হল এই মিকি মাউস। নতুন প্রজন্মের আগমনের সাথে সাথে মিকি মাউসকে নতুন নতুন ভাবে জনগণের সামনে আনার চেষ্টা করে চলেছে ডিজনি কোম্পানি। কারণ ডিজনি কোম্পানির আজ এত বড় হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে এই মিকি মাউস চরিত্রটির।

Post a Comment

আগের খবর পরের খবর