জনপ্রিয় ধারাবাহিক 'সাহেবের চিঠি' থেকে বাদ পড়লেন দেবচন্দ্রিমা?

সবাক বাংলা ডেস্ক: ২৭ জুন থেকে শুরু হয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'সাহেবের চিঠি, যেখানে অভিনয় করতে দেখা গিয়েছে ধারাবাহিক  'মোহর' ও 'সাজের বাতি' সিরিয়ালে দুজন জনপ্রিয় নায়ক-নায়িকাকে।

saheber-chithi-today-episode

সাহেবের চিঠি' ধারাবাহিকে টিআরপি কমের জন্য দেবচন্দ্রিমাকে বাদ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে কোন বড় মানের অভিনেত্রীকে এই ধারাবাহিকে দেখা যেতে পারে বলে ভক্তগণরা আশা রাখছেন।

দেবচন্দ্রিমাকে জনপ্রিয় ধারাবাহিক 'সাজের বাতি'তে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিলো। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, 'আমি এইসব বিষয় কিছু জানি না। এসব মিথ্যা খবর কোন এক নিউজ পোর্টাল থেকে বেরিয়েছে। জানি না, তাঁরা কোথা থেকে কথাগুলি জেনেছেন। নিজের কাজের দ্বারাই এই জায়গায় এসেছি। কেন ই বা বাদ দেওয়া হবে বিশেষ কারণ ছাড়াই!' একজন অভিনেত্রী যতটা পরিশ্রম করতে পারেন, তা টিআরপি-র উপর কখনওই নির্ভর করে না। প্রতিযোগিতার কথা অবশ্য  স্বীকার করছেন অভিনেত্রী। তিনি মনে করেন ভালো অভিনয় সবকিছুর উর্ধ্বে।

অনেকে মনে করেন, নায়ক-নায়িকার সম্পর্ক ভালো হলেই ধারাবাহিক সুপারহিট। সে জন্যই টিআরপি বেড়ে যায়। এক্ষেত্রে সম্পূর্ণরূপে বাস্তবের সঙ্গে অনেক তফাৎ, যদিও এবিষয়ে আশাবাদী দেবচন্দ্রিমা। তিনি অভিনয় দিয়ে সবার মন জয় করবেন এবং সাফল্যের ফল তিনি পাবেন। তিনি আরও বলেছেন, 'সবেমাত্র ধারাবাহিক শুরু হয়েছে। দর্শকের মনে দাগ কেটে যাওয়ার জন্য সময় দিতে হবে আমাদের'।

Post a Comment

আগের খবর পরের খবর