সবাক বাংলা ডেস্ক: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ট অর্পিতা বন্দোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে পাওয়া টাকা গুনতে হিমশিম খাচ্ছেন ইডি ও ব্যাংক কর্মীরা। সূত্র মারফৎ জানা যায়, দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা ও কয়েক কোটি টাকা সোনা পাওয়া গিয়েছে
ইডি সূত্রের খবর ফ্ল্যাটে ফ্ল্যাটে টাকা পৌঁছে দিতেন ডেলিভারি বয়ের ছদ্মবেশে ঘনিষ্টরা। ইডি সূত্র মারফৎ জানা যায়, ফ্ল্যাটে থাকা বাসিন্দা যাতে কোনরকম সন্দেহ না করে তারই পরিপ্রেক্ষিতে 'ডেলিভারি বয়ের' ছদ্মবেশ নেওয়া। অনুমান করা হচ্ছে ডেলিভারি বয়ের ছদ্মবেশে বান্ডিল বান্ডিল টাকা সেই ফ্ল্যাটে মজুত করে রাখা হতো।
অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে থাকা নিরাপত্তারক্ষীর কাছ থেকে ইডি আধিকারিকরা জানার চেষ্টা করেন কারা কখন ফ্ল্যাটে যাতায়াত করতেন। আবাসনের রেজিস্টার খাতায় থাকা নথি থেকে জানা যায়, যেদিন যেদিন অর্পিতা ফ্ল্যাটে ছিলেন না কাদের আনাগোনা হয়েছিল সেই ফ্ল্যাটে? এই সমস্ত তথ্যের সন্ধানে ইডি তদন্তকারীরা ।
গত ৩০মে ৫ নম্বর ব্লকের ৮ নম্বরে অর্পিতা ফ্ল্যাটে একটি প্যাকেট ডেলিভারি করা হয়েছিল। যদিও সেই দিন অর্পিতা ছিলেনই না ফ্ল্যাটে। তবে কাকে সেই প্যাকেট ডেলিভারি করা হল? ডেলিভারি বয়ের ছদ্মবেশে কারাই বা বান্ডিল বান্ডিল টাকা নিয়ে যেতেন সেই ফ্ল্যাটে? প্রশ্ন ইডি আধিকারিকদের।
Post a Comment