মার্কিন ম্যাগাজিনে ফটোশুটে নগ্ম রণবীর, মিলল দীপিকার প্রতিক্রিয়া

সবাক বাংলা ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর-দীপিকা। স্বামীর অদ্ভুত কর্মকাণ্ডের সমর্থনের পাশাপাশি এইবার নগ্ন ফটোশুটেও পজিটিভলি সমর্থন করলেন তিনি। শুধু তা-ই নয়, গোটা বিষয়টার মধ্যে তিনি না থাকাতেও যথেষ্ট ট্রোল হতে হয় তাকেও। রণবীরের এই নগ্ন ফটোশুটের ছবি দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।

ranveer-singh-viral-naked-photo

ভিন্ন ভিন্ন পোশাকে এতদিন দর্শকদের তাক লাগিয়ে দিতেন অভিনেতা। কিন্তু এবার দর্শকরা একটু বেশিই তাজ্জব বনে গেলেন। নগ্ন ছবিতে ভাইরাল হতে না হতেই ট্রোলের শিকার হলেন রণবীর সিং। বাদ গেলেন না তার স্ত্রী দীপিকা পাডুকোনও। 

মার্কিন ম্যাগাজিনের ফটোতে রণবীর কার্পেটের উপর কখনো শুয়ে, তো কখনো বসে ক্যামেরার দিকে তাকিয়ে। ক্যামেরার সামনে তিনি একটি মডেল হলেও সাধারণ দর্শকদের কাছে তিনি নগ্ন। এ বিষয়ে নানান লোকে ভিন্ন ভিন্ন মতবাদ রাখলেও, নেটিজেনরা দীপিকার প্রতিক্রিয়া দিকেই নজর রেখে ছিলেন। অবশেষে মিলল দীপিকার প্রতিক্রিয়া। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মার্কিন ম্যাগাজিনের জন্য এইধরনের ফটোশুটের কথা তিনি আগে থেকেই জানতেন। তিনি বলেন, এই ফটোশুটের কোনরকম খারাপ দিক তাঁর চোখে পড়েনি। উল্টে রণবীরের নগ্ন ফটেশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাওয়ার আগেই ছবিটি তিনি দেখেন। ছবিটি প্রথম দেখাতেই অভিনেত্রী মুগ্ধ।

সূত্র মারফত জানা যায়, র্বাট রেন্ডেলসর অনুপ্রেরণায় রণবীর এইধরনের ফটোশুট করেছেন। রণবীরের প্রতিক্রিয়া হিসাবে তিনি জানিয়েছেন কোটি কোটি মানুষের সামনে তার এই নগ্ন শরীর তুলে ধরতে কোনোরকম দ্বিধা বা লজ্জা বোধ কাজ করেনি তার। তিনি দর্শকদের সামনে তুলে ধরেছেন তার মন ও আত্মা।

Post a Comment

আগের খবর পরের খবর