সবাক বাংলা ডেস্ক: জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'। বহুবার থেকেছে টিআরপি তালিকার এক নম্বরে। কিন্তু বর্তমানে এই বেঙ্গলটপারের নাকি জায়গা হয়েছে টিআরপির একেবারে তলানিতে। তবে এবার সেই সমস্যার সমাধান করে ফেললেন লেখিকা। বাজিমাত করা প্রোমো হাজির করে দর্শকদের মন জয় করে নিল মোদক পরিবার।
প্রোমোর ট্যাগ রাখা হয়েছে, 'জীবন-মৃত্যুর টানাপোড়েনে মিঠাই’। যেখানে দেখানো হচ্ছে, রুদ্র এবং নিপার বিয়ে সুসম্পন্ন হওয়ার পর সিদ্ধার্থ তাদের হাতে তুলে দিচ্ছে হানিমুনের টিকিট, সেই সময় ওমি আগারওয়াল আড়াল থেকে সিদ্ধার্থের দিকে গুলি চালায়। নিজের উচ্ছেবাবুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে মিঠাই। যথারীতি গুলি লাগে মিঠাইয়ের।
ইতিমধ্যেই প্রোমো দেখে উৎফুল্ল ভক্তগণ৷ পাশাপাশি মিঠাইয়ের গুলি লাগাতে মনও খারাপ অনুরাগীদের। তাদের কথায়, 'প্রোমো দেখে ভালো লাগলো, তবে মিঠাইয়ের গুলি লাগার দৃশ্য দেখে মনটা খারাপ। তবে মিঠাইকে টপ পজিশনে ফিরতে গেলে সিরিয়াস ট্র্যাক আনতেই হবে। জয় গোপাল’।
এখন দেখায় বিষয় হলো এই প্রোমোর মধ্যে দিয়ে টিআরপি ভাগ্য কীভাবে ফেরে মোদক পরিবারের।
Post a Comment