তৃতীয়বার প্রেগনেন্সি নিয়ে মুখ খুললেন কারিনা কাপুর খান

সবাক বাংলা ডেস্ক: বলিউডের বেবো কারিনা কপুর খান বর্তমানে দুই সন্তানের মা। প্রথম সন্তানের নাম তৈমুর ও দ্বিতীয় সন্তানের নাম জাহাঙ্গীর। তবে তৃতীয় বারের মতন প্রেগনেন্সি নিয়ে স্পষ্ট মুখ খুললেন নায়িকা।

kareena-kapoor-pregnancy-news-bengali

সেইফ আলী খান ক্যারিয়ের শুরুর দিকেই  বিয়ে করেন উনিশ শতকের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা সিংয়ের সাথে। তবে বিয়ের কিছু বছর পর তারা ব্যাক্তিগত কিছু কারণে একে অপরকে ডিভোর্স দেন এবং নতুন করে সেইফ জীবন শুরু করেন কারিনার সঙ্গে । 
বলিউডের  জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে অনেক দিনের সম্পর্কের পর, ২০১২ তে সাইফ আলী খানের সাথে বিয়ে করেন কারিনা কাপুর ।
যদিও সেইফ আলী খানের এটি ছিল দ্বিতীয় বিয়ে। বিয়ের ঠিক চার বছর পর ২০১৬ সালে তাদের প্রথম সন্তান হয় তৈমুর। ২০২১ তৈমুরের ভাই অর্থাৎ কারিনা ও সাইফের দ্বিতীয় সন্তান তাদের জীবনে আসে জাহাঙ্গীর। কারিনা দুই সন্তানের মা হলেও সেইফ চার সন্তানের বাবা। সাইফের প্রথম পক্ষের স্ত্রী হলেন অমৃতা সিং ও প্রথম পক্ষের দুই সন্তান সারা আলী খান ও ইব্রাহিম আলী খান । বর্তমানে সাইফ চার সন্তানের বাবা।
কারিনার ফ্যান ফলোইং পেজ থেকেই জানা যায় দুই সন্তান ও স্বামী সাইফের সাথে ছুটি কাটাচ্ছেন লন্ডনে । তারই একটি ছবি নেটপাড়ায় দ্রুত গতিতে ভাইরাল হাওয়াতে শুরু হয় জল্পনা । ছবিটিতে বেবি বাম্প স্পষ্ট বোঝা যাওয়ায় নেটিজেনরা অনুমান করছেন কারিনা তৃতীয় বারের মতো মা এবং পঞ্চমবারের মতো বাবা হতে চলেছেন সেইফ । 
প্রসঙ্গতই তৃতীয়বার অন্তঃসত্ত্বা নিয়ে জল্পনা শুরু হওয়ায়, চুপ থাকলেন না কারিনা কাপুর খান। সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে তিনি বলেন -
"এটি পাস্তা আর ওয়াইন গ্লাস...শান্ত হও..... আমি অন্তঃসত্ত্বা নই...সেইফ বলেছে দেশের জনসংখ্যায় তার একটু বেশি অবদান আছে।" 
তার মন্তব্যে এটি স্পষ্ট যে কারিনা কাপুর খান অন্তঃসত্ত্বা নন।

Post a Comment

আগের খবর পরের খবর