এখনও কাটেনি ইস্টবেঙ্গল-ইমামি চুক্তিজট, আরও ৭ দিন বাড়ানো হলো সময়সীমা

সবাক বাংলা ডেস্ক: মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের মধ্যে হয়ে গেল জরুরি বৈঠক। তবে এখনও জানা গেল না ইমামির সঙ্গে চুক্তি সইয়ের দিন। ক্রমশই ধৈর্যের সীমা অতিক্রম করতে শুরু করেছে লাল-হলুদ সমর্থকদের। সকল সমর্থকদের আশ্বাস দিয়ে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, আগামী সাতদিনের মধ্যেই খাতায়-কলমে স্বাক্ষর হবে।

emami with east bengal news
                                   

গত জুন মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নবান্নে ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের মৌখিক রূপে চুক্তি প্রায় হয়ে গিয়েছিল। তবে তার পরেও কেটে গেছে ৫০ দিন, কই কোনো চুক্তিই তো স্বাক্ষরিত হয়নি।

দেবব্রত সরকার জানান, 'নতুন কোম্পানির জন্য একটা NoC দরকার ছিল। সেটা পাস করিয়েছি। এবার আগামী ৭ দিনের মধ্যেই আমরা চুক্তিতে সই করব। পরবর্তী পদক্ষেপ ক্লাব কী গ্রহণ করতে চলেছে, সেটা আলোচনার জন্যও আগামী ২-১ দিনের মধ্যে আমরা ফের বৈঠকে বসব।'
অন্যদিকে, চুক্তিপত্র সই না হওয়া পর্যন্ত কোনো ফুটবলারকেও নিতে পারছে লাল-হলুদ কর্তারা। তাই সত্ত্বর ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হচ্ছে ক্লাবকে।

Post a Comment

আগের খবর পরের খবর