উত্তরবঙ্গ সফরে দ্রৌপদী মুর্মু, লক্ষ্য কেবল রাষ্ট্রপতি নির্বাচন

সবাক বাংলা ডেস্ক: রাজনীতির ইতিহাসে বোধহয় প্রথমবার কোনো রাষ্ট্রপতি পদপ্রার্থী উত্তরবঙ্গে এলেন প্রচারে। সোমবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান NDA -এর রাষ্ট্রপতি পদপ্রার্থী তথা আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। সেখান থেকে সরাসরি সুকনায় পৌঁছে সেখানকার সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠক সেরে ফেলেন।

draupadi-murmu-latest-news

                                                                      

বিজেপি প্রতিনিধি সূত্রে খবর, প্রত্যেক রাজ্যেই প্রচারে যাচ্ছেন তিনি। সুকনার পাশাপাশি এদিন আলোচনা হয় সিকিমের দু'জন সাংসদ এবং ৩০ জন বিধায়কের সঙ্গেও। পাখির চোখ এখন কেবলই রাষ্ট্রপতি নির্বাচন।
দ্রৌপদী মুর্মুর প্রশংসা করে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান, 'একটা বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে, আদিবাসী সম্প্রদায় থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি সকলের জন্যই ভাবে এটা বোঝা গেল'।
উত্তরবঙ্গে বৈঠক সেরে বিকেলে এসে পৌঁছান কলকাতায়। সম্ভবত, মঙ্গলবার কলকাতার বিজেপি বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন দ্রৌপদী মুর্মু।


Post a Comment

আগের খবর পরের খবর